দিগদর্শন ওয়েব পেজ: কংগ্রেসের জেলার নেতাদের উপেক্ষা করে রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব লোকসভা ভোটের জন্য নিজেদের মর্জিমাফিক কংগ্রেসের প্রার্থী ঠিক করছেন। এরই প্রতিবাদে কংগ্রেসের জেলাস্তরের সমস্ত নেতা-কর্মীরা কলকাতার বিধান ভবন প্রদেশ কংগ্রেসের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন।
মূলত পূর্ব মেদিনীপুর জেলার কংগ্রেস কর্মীরা প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় কংগ্রেসের কোনও প্রার্থী নেই। অধীর চৌধুরীর কাছে তাদের এই দাবি নিয়েই প্রতিবাদ পত্র দিলেন। পূর্ব মেদিনীপুর জেলার গৌতম মাটিয়ার নেতৃত্বেই এই বিক্ষোভ দেখানো হয়। তিনি বলেন, ‘আমাদের দাবি মেদিনীপুরের যে কোনো ভূমিপুত্রকে যেন কাঁথি, তমলুক, ঝাড়গ্রামে প্রার্থী করা হয়। কংগ্রেসের কর্মীরা সারা বছর প্রাণপাত করে সংগঠনের কাজ করে কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছেন। লোকসভা নির্বাচনে তাদেরকে কেন বঞ্চিত করা হবে?’ তাই প্রদেশ কংগ্রেস সভাপতি এর কাছে তাদের আর্জি অবিলম্বে জেলার লোকসভা কেন্দ্রগুলিকে গুলিতে ভূমিপুত্র যে কাউকেই প্রার্থী করা হোক।