****
দিগদর্শন ওয়েব ডেস্ক: সোমবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিবাঙ্গজন এমপ্লয়িজ এসোসিয়েশন ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, আইনে স্বীকৃতির থাকলেও বিশেষভাবে সক্ষম কর্মীদের বিভিন্ন সমস্যা দূরীকরণে সমাধানের দাবি জানানো হয় প্রশাসনের কাছে। এদিন সারা ভারত থেকে প্রতিনিধিরা আসেন কলকাতায়।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য চালু অ্যাকসেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন বিভিন্ন সমস্যা lসমাধানের পদক্ষেপ নিয়েছে। কিন্তু সরকারি উদাসীনতায় বিশেষভাবে সক্ষম ব্যাংক কর্মীদের পদোন্নতির অভাব নিয়ে উদ্বেগে প্রকাশ করে শারীরিক সীমাবদ্ধতার বিকল্প ব্যবস্থার নীতি গ্রহণের সুপারিশ করা হয়েছে। এসোসিয়েশন সেমিনার ও প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন ২০১৬ অনুযায়ী অধিকার সচেতনতা বৃদ্ধির কাজ করছে। ভারতীয় ব্যাংকিংয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য প্রচারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে।