****

দিগদর্শন ওয়েব ডেস্ক : হাওড়া ময়দানের কাছে গুপ্তা জুয়েলার্সের এক শাখা উদ্বোধন হলো গণেশচতুর্থীতে। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন গুপ্তা জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর দর্শনা বণিক। এই সংস্থার সঙ্গে প্রমোশন হলো সোহম চক্রবর্তীর এন্টি ডোট এন্টারটেনমেন্ট।
সংস্থার নজরকাড়া ডিজাইনের গয়নায় সেজে উপস্থিত দর্শনা বণিক গুপ্তা জুয়েলার্সের গয়নার উৎসবকালীন ছাড়ের কথা ঘোষণা করেন। আধুনিকতা আর ঐতিহ্যের মিশেলে গুপ্তা জুয়েলার্সের গয়না এখন চড়চড় বিষয় হয়ে উঠেছে এমনটাই জানান অভিনেত্রী দর্শনা বণিক।
