দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারতনাট্যম নৃত্যশৈলীর আবিষ্কর্তা কে তার কোনো ইতিহাস না থাকলেও অনুমান, খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর শুরু থেকে তামিলনাড়ু রাজ্যে এই নৃত্যের প্রচলন। বিশ্বাস এই নৃত্যশৈলীর জনক দেবাদিদেব মহাদেব। এই নৃত্য শিল্পের জ্ঞান সাধারণ মানুষের মধ্যে ছিল না। মন্দিরের দেব সেবায় নিযুক্ত দেবদাসী সম্প্রদায় মন্দিরে দেবতার মনোরঞ্জনের জন্য এই নৃত্যশৈলী প্রদর্শন করতেন।
এমনই এক দেবদাসী ঘরানার শিল্পী স্বর্ণ সরস্বতীর কাছে শিক্ষা কেরলের কন্যা এখন দিল্লি নিবাসী নৃত্যশিল্পীপদ্মশ্রী গীতা চন্দ্রন। পরবর্তী সময়ে থাঞ্জাভুর বাণী ভাজুভুর ভি সদাসিভম ও গুরু যমুনা কৃষ্ণান ও কালানিধি নারায়ণের কাছে নৃত্য ও অভিনয় শৈলীর পাঠ নেন। কর্ণাটকী সঙ্গীতেও তিনি দক্ষ। মাস কমিউনিকেশন ও জার্নালিজমের স্নাতক তিনি। তাঁর কথায় অদৃষ্টে যা লিখন থাকে তাই হয়। নাচই আমাকে আচ্ছন্ন করেছে বেশি। জীবনের প্রতিটি অনুভূতির ব্যাখ্যা আছে ভারত নাট্যমে। দেশ বিদেশে খ্যাতির সঙ্গে পেয়েছেন বহু ছাত্রছাত্রীর শ্রদ্ধা। গড়ে তুলেছেন নিজের নৃত্য সংস্থা নাট্য বৃক্ষ। নিজের অভিজ্ঞতা ও ভাবনা নিয়ে একটি গ্রন্থও রচনা করেছেন। গীতা চন্দ্রনের বক্তব্য ভরতনাট্যম সহ ভারতীয় বিশাস্ত্রীয় নৃত্য শুধু বিনোদন নয়, এটি একটি দর্শন, ধারণা।
বুধবার বিকেলে মধ্য কলকাতার আই সি সি আর মঞ্চে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন পদ্মশ্রী ভরতনাট্যম নৃত্যশিল্পী গীতা চন্দ্রণ। উপলক্ষ্য ২১ ও ২২ মার্চ তাঁর কলকাতায় নৃত্প্রদর্শন ও নৃত্য কর্মশালা উদ্যোগ। উদ্যোক্তা রাজীব সাহা ও মৌমিতা চ্যাটার্জির ইউডিও পারফর্মিং আর্টস। নৃত্যগুরু ও সৃজনী নৃত্যের পরিচালক গীতা চন্দ্রণের অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সহযোগিতা করবেন নাটু ভাঙ্গমে পণ্ডিত বরুণ রাজ শেখরণ, মৃদঙ্গমে পণ্ডিত মনোহর বল চন্দিরে, বেহালায় পণ্ডিত সি রাঘবেন্দ্র প্রসাদ ও কণ্ঠ দানে পণ্ডিত সি ভেঙ্কটেশ কুপ্পুস্বামী।
সাংবাদিকদের গুরু গীতচন্দ্রন বলেন কলকাতার তরুণ শিল্পীদের, শিক্ষার্থীদের ও নৃত্যপ্রেমীদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগে আমি খুশি। আমি ৫০ বছর ধরে যা শিখেছি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য বলে মনে করি। তবে শিল্পকলা কোনো আর্থিক বা বৈষয়িক উন্নতির বিষয় নয়।সাধনার বিষয়। ভারতনাট্যম এমন এক নৃত্য যেখানে তাল, লয়, ছন্দ, মুদ্রার সঙ্গে মুখে অভিনয়ের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয। কিন্তু আজকালের ছেলেমেয়েরা মোবাইল ফোনের ভার্চুয়াল জগতে বুঁদ হয়ে আছে সেখানে অনুভূতির কোনো প্রকাশ নেই।অথচ ছোটরা যখন কথা বলে তখন তাদের অভিব্যক্তি অবাক করেএঁদের সুপ্ত প্রতিভার বিকাশ ছোটদের ব্যক্তিত্বের সঙ্গে মিশে করার দায় শিক্ষক ও অভিভাবকদের দুপক্ষেরই।
কেন্দ্রীয় সংগীত নাটক একাডেমি, ঠাকুর জাতীয় ফেলোশিপ ও পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত নৃত্য গুরু গীতা চন্দ্রন যে কর্মশালা করবেন পদাতিক নৃত্য কেন্দ্রে তাঁকে সহযোগিতা করবেন তাঁর সুযোগ্য শিষ্যা সৌম্য লক্ষ্মী নারায়ণন।