
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : কলকাতার মিশনারী স্কুলের তালিকায় একটি উল্লেখযোগ্য নাম ক্যালকাটা বয়েজ স্কুল।১৮৭৭ সালে বিশপ জে এম থোবার্ন স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন।২০২৫ এর ১৪৮ তম বর্ষে স্কুল প্রাঙ্গণে ১৮ ডিসেম্বর সন্ধায় পালিত হলো ক্রিসমাস ক্যান্তারা।প্রভুর যীশুর কৃপা পাওয়ার এই অনুষ্ঠান পালিত হলো বড়দিনের কয়েকদিন আগে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতের মেথোডিস্ট চার্চ লখনউ এপিসকোপাল এরিয়ার বিশপ ও সি বি এস গ্রুপ স্কুলের চেয়ারম্যান ড: সি সেলভিন।

অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, মনোজ তেওয়ারি, স্বর্ণকমল সাহা, রিজিওনাল ডেকানেসেস কনফারেন্সের প্রেসিডেন্ট ড: মারিয়া ফার্নান্ডেজ,লাভলি শান্তি সেল্ভিন, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভলমেন্ট করপোরেশন এর ভাইস চেয়ারম্যান কৌশিক সাহা, আই এ এস জেরি আর্থুন
এএবারের উৎসবের প্রধান বৈশিষ্ট্য বেলিয়াঘাটা ও সোনারপুর শাখার ছাত্ররা স্কুলের মৌলালির প্রধান প্রাঙ্গণের একসঙ্গে উৎসব পালন করল।
সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উপমা একমাত্র বাংলা দেয়।খ্রিস্টমাস উৎসবে শুধু খ্রিষ্টান সম্প্রদায় নয়,আপামর বাংলার মানুষ উৎসব পালনে করেন । এদিনের আলোকমুখর সন্ধ্যায় ক্যারল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেতে ওঠের ছাত্ররা। অনুষ্ঠানটি উপভোগ করতে হাজির হন বহু অভিভাবকেরা।
