TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জনরোষে গণপিটুনি?’ ৭ জুলাই রবিবার রাত ১০ টায়।
দিগদর্শন ওয়েব ডেস্ক: গণ পিটুনির রোষে চারদিনে পাঁচজনের মৃত্যু ঘটল রাজ্যে। বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে হিংস্র হয়ে উঠছেন। কখনও বা খাপ পঞ্চায়েতের মত সালিশি সভা বসিয়ে জোটবদ্ধ ভাবে গণ পিটুনি দিচ্ছেন সাধারণ ও বিরোধী পক্ষের মানুষদের। নীরব দর্শক হয়ে সেই দৃশ্য দেখছেন শয়ে শয়ে মানুষ।…
