বেশ্যার বারোমাস্যা
পর্ব : ৪৭ বৈদিক যুগে পুরুষ চলত ঘোড়ার পিঠে। নারী সন্তানসহ পদব্রজে। সুজিৎ চট্টোপাধ্যায় : হিন্দুত্ববাদীরা বৈদিক ধর্মকেসনাতন আখ্যা দিয়ে প্রচার করেন সেযুগের নারীর সম্মান ছিল প্রচণ্ড।উদাহরণটি হিসেবে কয়েকজন বাগ্ম নারীর উল্লেখ করেন।অথচ বৈদিক গ্রন্থে নারীকে কি চোখে দেখা হতো সেটা হয়ত জেনের নয় নয় জেনে এরিয়ের যান। সুকুমারী ভট্টাচার্য তাঁর প্রাচীন ভারতে নারী ও…
