বেশ্যার বারমাস্যা
পর্ব : ১৩৮ সুজিৎ চট্টোপাধ্যায়: সাধারণ গণিকাদের ওপর বলাৎকার করলে বৈদিক যুগে ও পরবর্তী সময়ে কি শাস্তি ছিল গত পর্বে আলোচনা করেছি। এবার বলব যে গণিকারা রাজার সহচরী হিসেবে ছাতা ধরত মাথায়, কিম্বা রাজার প্রয়োজনীয় বস্তু বহন করত তাদের হত্যা করলে অপরাধে দণ্ডের পরিমাণ ছিল সবচেয়ে বেশি নিস্ক্রয় মূল্য। অর্থাৎ সাত খুন মাফ টাকার বিনিময়ে।…
