হাওড়ার নারায়ণা হাসপাতাল তাদের স্তন ক্যান্সারজয়ীদের নিয়ে পালন করল স্তন ক্যান্সার সচেতনতা মাস
* দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৩ অক্টোবর ছিল বিশ্ব স্তন ক্যান্সার দিবস । বিশ্ব জুড়ে অক্টোবর মাস পুরোটা পালিত হয় সচেতনতা মাস।স্তন ক্যান্সারজয়কারীদের নিয়ে হাওড়ার নারায়ণা হাসপাতাল বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাসের সচেতনতা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। উপস্থিত এই হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক নেহা চৌধুরী, রক্ত সম্পর্কিত ক্যান্সার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক বিবেক আগরওয়াল…