
ভবিষ্যত প্রকাশনীর সাহিত্যের সেরা সম্মান ২০২৪
***** দিগদর্শন ওয়েব ডেস্ক: বর্ধমানের ভূমিপূত্র গঙ্গাধর ভট্টাচার্যের জীবনের শুরু ছাপাখানায় অক্ষর সংযুক্তি হলেও ইতিহাসে স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রথম বই প্রকাশক ও বিক্রেতা হিসেবে। সময়টা ছিল উনিশ দশকের মাঝামাঝি। এমনকি ধাতু ও কাঠ খোদাই ছবির বইয়েরও প্রকাশক হিসেবে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি। পরবর্তী সময়ে তাঁর বইয়ের ব্যবসায় অংশীদার হন বন্ধু হরচন্দ্র রায়।এরপর বয়স বেড়েছে বয়সের।…