নাট্যকর্মী ও শিক্ষামন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক পৃথ্বীশ রানা আক্রান্ত
**** দিগদর্শন ওয়েব ডেস্ক : ঘটনাটি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ এর।দমদমের মল রোডের বাড়ি থেকে বেরিয়ে নাগেরবাজারের দিকে যাচ্ছিলেন নাট্যকর্মী ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রাক্তন আপ্ত সহায়ক পৃথ্বীশ রানাকে অতর্কিতে কয়েকজন দুষ্কৃতীর হাতে প্রহৃত হন।তারা নাকি জানিয়েছিল তারা বি বি”র লোক। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ পৃথ্বীশ ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। বাড়িতে স্ট্রিট ও আড়াইমাসের সন্তান।বিষয়টার…
