রামকৃষ্ণ মঠ বাগবাজার আয়োজিত অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন অমিতাভ চৌধুরীর
দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি উদ্বোধন কার্যালয়ের সারদানন্দ মঞ্চে অনুষ্ঠিত হল স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা। আয়োজক মায়ের বাড়ি রামকৃষ্ণ মঠ, বাগবাজার। অনুষ্ঠানের প্রথম পর্বে এক ঘন্টাব্যাপী ভক্তিগীতি পরিবেশন করেন অমিতাভ চৌধুরী। সমবেত ভক্তদের আপ্লুত করে অমিতাভ চৌধুরীর আবেগময় ভক্তিরসের পরিবেশন। এদিনের প্রথম পর্বের বক্তৃতার বিষয় ছিল আমার আপন ঘরের ঠিকানা ও ইন্দ্র বিরোচন সংবাদ। দ্বিতীয়ত পর্বে…