রবীন্দ্র স্মরণে কর্ণকুন্তী সংবাদ মঞ্চস্থ করলেন দ্রাবিণ ও অলকানন্দা জুটি
* সুজিৎ চট্টোপাধ্যায়: সিংহাসন ! যে ফিরালো মাতৃস্নেহ পাশ- তাহারে দিতেছ মাত:, রাজ্যের আশ্বাস।…….আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আজি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোরে। ……..⁷যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করো না করো না আহ্বান,,, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয়লোভে যশোলোভে, রাজ্যলোভে…
