কোহিনূর ড্যান্স একাডেমি নিবেদন করল দুটি অনবদ্য নৃত্য ছবি দ্রোহী ও রাবণ
সুজিৎ চট্টোপাধ্যায়: পৌরাণিক চরিত্র দ্রৌপদী। পাণ্ডব জায়া। তাঁর শ্লীলতাহানি ঘটালেন পরিবারের সদস্যরাই। জুয়ার আসরে দ্রৌপদীকে পণ করলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। দ্রৌপদীর বস্ত্রহরণ করলেন রাষ্ট্রের ভাবী শাসক। দৃষ্টিহীন রাষ্ট্রনায়ক নীরব। নীরব রাষ্ট্রের মহানায়কেরা। পাণ্ডব সখা কৃষ্ণ নয়, যুধিষ্ঠিরের জুয়াড়ি মনোবৃত্তির নেতিবাচক পরিস্থিতি সামলাতে দ্রৌপদীর শ্লীলতা রক্ষা করতে আসেন স্বয়ং ধর্মরাজ। কৃষ্ণ তখন মথুরাতে ছিলেন রাক্ষস বধ করতে।…
