এ্যাপেলো হাসপাতালের পরিষেবা ৪৩ বছরে পদার্পণ করল
****** দিগদর্শন ওয়েব ডেস্ক:১৯৮৩ সালে চেন্নাইতে এ্যাপেলো হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুরু। ইতিমধ্যে দেশের ২০০ মিলিয়ন মানুষের পরিষেবায় গর্বিত হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সেকথা জানাতে চেন্নাই থেকে এলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট শ্রীধর রামান্, গ্রুপ সি ই ও ডা: ইলুঙ্কুমারন কালিয়ামূর্তি, সিনিয়র জেনারেল ম্যানেজার নাগার্জুন রেড্ডি, কলকাতা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু…
