
প্রবীণ নাগরিকদের পুজো পরিক্রমার আয়োজন করল ডিসান হাসপাতাল
***** দিগদর্শন ওয়েব ডেস্ক : ডিসান হাসপাতালের উদ্যোগে দক্ষিণ কলকাতার কিছু নির্বাচিত পুজো মণ্ডপে প্রবীণদের একটি দল পুজো পরিক্রমায় মাতলেন তৃতীয়ার সকাল থেকে। পরিক্রমা শেষ হয় রাজডাঙ্গা নব উদয় সংঘ মণ্ডপে। পুজো পরিক্রমায় প্রবীণদের কথা ভেবে সঙ্গে ছিল একটি মেডিকেল টিম ও একটি অ্যাম্বুলেন্স। লৌহ যুগের সূচনাতেই নারী পুরুষ যৌথ উদ্যোগ নিয়েছিল মানব সভ্যতার বিকাশে…