সরগম সপ্তকে ডিজিটাল ফিউশন এনেছে ডিজিপ্লেক্স
* শ্রীজিৎ চট্টরাজ : বাংলায় গ্রামোফোন বস্তুটির সঙ্গে প্রথম পরিচয় করিয়েছিলেন এ ডব্লিউ গেই বার্গ। সময়টা ছিল ১৯০২। শিল্পী গওহরজানকে দিয়ে মোমের রেকর্ডে সঙ্গীত গ্রহণ করেন। অচীরেই জনপ্রিয় হয়ে ওঠে কলের গান। ব্যবসায়ী বঙ্গ সন্তান হেমেন্দ্রমোহন বসু ১৯০০ সালে ফোনোগ্রাফ রেকর্ডিং মেশিন সংগ্রহ করে প্রথিতযশা ব্যক্তিত্বদের কণ্ঠস্বর রেকর্ড করা শুরু করেন। গড়ে তোলেন রেকর্ড কোম্পানি।…
