গত আর্থিক বছরের স্থিতিশীল আর্থিক মূল্যায়ন প্রকাশ করল নেক্সট্রা বাই এয়ারটেল
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতী এয়ারটেলের আর্থিক সহযোগী সংস্থা নেক্সট্রা ডেটা লিমিটেড বাই ( নেক্সট্রা বাই এয়ারটেল ) বুধবার গত আর্থিক বছরের স্থিতিশীল মূল্যায়নের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে। এই রিপোর্টে পরিবেশগত , সামাজিক ও পরিচালন কর্মকাণ্ডের প্রতি নেক্সট্রার ধারাবাহিক মুনাফার বিষয়টি উল্লেখিত হয়েছে। চাহিদা ও গ্রাহক সন্তুষ্টির অবিরাম পরিষেবা ও আগামী দিনের সুষ্ঠু ডিজিটাল প্রযুক্তির পরিকাঠামো…