জয়পুর ঘরানার তিনদিন ব্যাপী অলংকার প্রদর্শনী শুরু হলো শুক্রবার তাজ বেঙ্গল হোটেলে
**** দিগদর্শন ওয়েব ডেস্ক : বাংলার গয়না শিল্পের পাশপাশি রাজস্থানী গয়নার এক আলাদা ঐতিহ্য আছে। বিশেষকরে জয়পুর ও বিকানীর ঘরানার। শুক্রবার থেকে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে তিনদিনব্যাপী জয়পুরের বিখ্যাত জে কে জে জুয়েলার্স এক জয়পুরের ঐতিহ্যের গয়নার প্রদর্শণী ও বিক্রির ব্যবস্থা করেছে। আমন্ত্রিত হচ্ছেন গয়না বিশেষজ্ঞ , সংগ্রাহক ও সমঝদার ক্রেতারা।২০২৬ ভাবা কালেকশন নিয়ে হাজির…
