হাওড়ায় কিপফিট যোগা স্টুডিও উদ্বোধনে অভিনেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব অশোকরাজ বারুই
দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি হাওড়ার কদমতলায় কিপফিট যোগা স্টুডিও’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউড অভিনেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব অশোকরাজ বারুই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। অশোকরাজ বারুই অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন। এছাড়াও ক্রীড়াক্ষেত্রেও তাঁর যোগ আছে। রয়েছে একটি পাঞ্জা লড়াইয়ের প্রশিক্ষণ কেন্দ্র। নাম অশোক আখড়া। কিপফিট গ্রুপের চেয়ারপার্সন কৃষ্ণা কাঁড়ার, শিক্ষিকা অন্বেষা চক্রবর্তী…