স্নায়বিক রোগের অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসায় সাফল্যের নজিরগড়ল মেদান্তা হাসপাতাল
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতে স্নায়বিক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগ যেমন বাড়ছে তেমন চিকিৎসার ক্ষেত্রেও আধুনিক চিকিৎসায় রোগমুক্তিও ঘটছে। অত্যাধুনিক চিকিৎসার নাম ডিপ ব্রেইন স্টিমুলেশন। সম্প্রতি গুরুগ্রাম মেদান্তা হাসপাতালের বিখ্যাত শল্য চিকিৎসক অনির্বাণ দীপ ব্যানার্জি এই প্রযুক্তিতে কলকাতার বাসিন্দা কাজলবরণ মজুমদারের মতো জটিল স্নায়বিক রোগে আক্রান্ত কয়েকশো রোগীর চিকিৎসা করছেন সাফল্যের সঙ্গে। কাজলবরণ বাবুর…