কর্মী নিয়োগে সংস্থা ও প্রার্থীর মধ্যে বিনামূল্যে যোগসূত্র গড়ছে প্লেসমেন্ট বি
* দিগদর্শন ওয়েব ডেস্ক: গত বছর ভারতীয় বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো’র সি ই ও ও এম ডি এস এন সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন , তাঁদের সংস্থায় ৩০ হাজারদক্ষ কর্মী সরকার, কিন্তু মিলছে না। ফলে সংস্থার উৎপাদন ব্যাহত হচ্ছে। সমীক্ষা বলছে, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি কর্মক্ষম জনসংখ্যা। দেশের ৬২ শতাংশ নাগরিকের মধ্যে ১৫: থেকে ৫৯ বছর বয়সী…
