লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি ২র ২৩ তম বার্ষিক জেলা সন্মেলন
https://deegdarshan.com/wp-content/uploads/2024/03/qq.mp4 দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৯৫৭ সালের ১ফেব্রুয়ারি কলকাতা লায়ন্স ক্লাবের উদ্বোধন হয়।১৩ মার্চ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের স্বীকৃতি মেলে। ইতিমধ্যেই আন্তর্জাতিক সমাজসেবামূলক সংস্থা হিসেবে ২০১৭ সালে লায়ন্স ক্লাব শতবর্ষে পদার্পন করে। কলকাতা জেলা সংগঠনেরও ৬৭ বছর পূর্ণ হল। প্রতি বছরই বার্ষিক জেলা সম্মেলন সদস্যদের কাছে বার্ষিক উৎসবের মত। এদিনের অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রিত ছিলেন লায়ন্স অশোক সুরানা,…