দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’। ২৮ জুলাই, রবিবার রাত ১০ টায়।
দিগদর্শন ওয়েব ডেস্ক:দুজনাই বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ডখান; তুমি আজকে বাংলাদেশী আমারে কও ইন্ডিয়ান’ বাঙালির বুক চিরে চলে গেছে কাঁটাতার। পার্টিশনের দগদগে ঘা মাঝেমাঝেই যন্ত্রনা দেয় কোটি কোটি বাঙালিকে। যারা হারিয়েছিলেন তাদের জন্মভূমি। তবু দুই বাংলার দুঃখে একসঙ্গে ফুলে ফেপে ওঠে গঙ্গা ও পদ্মা। সম্প্রতি কোটা আন্দোলনে উত্তাল হলো বাংলাদেশ। জ্বললো গাড়ি, ঝরলো রক্ত। পুলিশের…
