১৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করল আই টি সংস্থা টেকনো এক্সপোনেন্ট
https://deegdarshan.com/wp-content/uploads/2024/04/InShot_20240417_182850563.mp4 দিগদর্শন ওয়েব ডেস্ক : ছোট্ট একটা ঘরে দুই বাঙালি যুবক সব্যসাচী সাহা ও অভয় দেবনাথ ভবিষ্যতের চাহিদা অনুধাবন করে খুলেছিলেন একটি সংস্থা টেকনো এক্সপোনেন্ট। ব্যবসার বিষয় ডিজিটাল বিজনেস সলিউশন প্রোভাইডার।সি এম এম আই ম্যাচুরিটি লেভেল ৫ সার্টিফায়েড এই সংস্থা বিশ্বের তাবড় তাবড় সংস্থা যেমন রেডবুল, অ্যামাজন, ডিজনি, ফোর্বস, নাসার প্রযুক্তি সংস্থার বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যেই আদায়…