নাটকওয়ালার ২০ তম বর্ষে একাডেমিতে দুদিনের নাট্যোৎসব
********** দিগদর্শন ওয়েব ডেস্ক : ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুদিনব্যাপী নাট্যোৎসব পালন করল নাটকওয়ালা গ্রুপে থিয়েটার । একাডেমি মঞ্চে সংগঠনের ২০ তম বর্ষ পূর্তিতে প্রথম দিনের নাটক অভিনীত হয় বাস্তুভিটে। প্রয়াত পরিচালক অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটকটি নিবেদিত হয়। নাটকটি রচনা, পরিচালনা ও অভিনয়ে ছিলেন শ্যামল কুমার চক্রবর্তী। মানুষের আজন্ম শিকড়ের…
