সংজ্ঞা’র রজতজয়ন্তী অনুষ্ঠান রবীন্দ্রসদন মঞ্চে
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে সংজ্ঞা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্টানে সম্বর্ধনা জানানো হয় মীরাক্কেল খ্যাত অতনু বর্মণ , সংগীতশিল্পী পদ্মপলাশ ও বাচিক শিল্পী উর্মিমালা বসুকে। সংবর্ধিত ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ নেন। কৌতুকাভিনয় পরিবেশন করেন অতনু বর্মণ, কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন পদ্মপলাশএবং শ্রুতিনাটক পরিবেশন করেন উর্মিমালা বসু।একক…
