সমাজসেবী সংস্থা প্রবীণ একান্ত’র উদ্যোগে প্রথম বার্ষিক অনুষ্ঠান জোনাকি ২০২৪
শ্রীজিৎ চট্টরাজ : বলাকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ১৩২১ সালের ২৯ পৌষ লিখেছিলেন, যতক্ষণ স্থির হয়ে থাকি, যত কিছ বস্তুভার । ততক্ষণ নয়নে আমার নিদ্রা নাই; ততক্ষণে এ বিশ্বেরে কেটে কেটে খাই কীটের মত; ততক্ষণ চারিদিকে নেমে নেমে আসে আবরণ ; দুঃখের বোঝা শিশু বেড়ে যায় নূতন নূতন ; এ জীবন সতর্ক বুদ্ধির ভারে নিমেষে নিমেষে বৃদ্ধ…
