দেখুন টিভি নাইন বাংলা নিউজ সিরিজ ‘ভোটযুদ্ধ-দেশের লড়াই, পর্ব-৪’ ৩১ মার্চ, রবিবার টিভি নাইন বাংলায়, রাত ১০টায়।
দিগদর্শন ওয়েব ডেস্ক: চুরাশির ভোটের হাওয়া যখন তুঙ্গে সেই সময়ই আরও একটা মারাত্নক বিপর্যয় ঘটে গিয়েছিল। ২ ডিসেম্বর ১৯৮৪। মাঝরাত। ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানায় ঘটল সেই ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাসে ছেয়ে গেল গোটা ভোপাল শহর। মারা গেলেন ২ হাজারের বেশি মানুষ। বিষাক্ত গ্যাসের ছোবলে পঙ্গু হয়ে, সারাজীবনের যন্ত্রনার মুখোমুখি আরও অন্তত ৫০ হাজার। দুর্ঘটনার…
