সুজিৎ চট্টোপাধ্যায় : এই মুহূর্তের খবর দিল্লি কংগ্রেস অফিস থেকে প্রতিনিধি বেনুগোপাল যাচ্ছেন নীতীশ কুমারের কাছে। প্রতিনিধি যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর কাছে। ইন্ডিয়া জোট ২৩০। নীতিশ পেয়েছেন এখন পর্যন্ত ১৪ টি আসনে এগিয়ে অন্ধ্রে টি ডি পির নাইডুও ১৫ টি আসনে এগিয়ে। যদি এঁরা রাজি হন তাহলে ইন্ডিয়া জোট হবে ২৬০। অর্থাৎ ম্যাজিক ফিগারের চেয়ে ১২ টি আসন কম হবে। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি নীতিশ এবং চন্দ্রবাবু এন ডি এতে যোগ দেন। ইন্ডিয়া জোট চাইছে নরেন্দ্র মোদিকে রুখতে। এই মূহূর্তে বলা যায়, বিহারের ফল যদি একটু ভালো হত , ইন্ডিয়া জোট নিশ্চিন্তে থাকতে পারত। নাইডু পুত্র ও নীতিশ নিকট লালনের কাছে পৌঁছে গেছে কংগ্রেস। রাজনীতির মাঠে সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করতে চলেছে দিগদর্শন। আমরা বলেছিলাম বাংলায় বিজেপি ৯ থেকে ১৪ আসনে থেমে যাবে। এখন পর্যন্ত সেই ট্রেন্ড বলছে।
মোদীজীর চারশ পার শ্লোগান মুখ থুবড়ে পড়েছে। নিঃসন্দেহে মোদীর নৈতিক পরাজয়। সর্বভারতীয় রাজনীতিতে নাটক আজ বিকেল পর্যন্ত জমে যাবে।
বাংলার ক্ষেত্রে আমরা বলেছিলাম গতবারের বিজেপির ১৮ টি আসনের মধ্যে ১০ টি পাল্টে যেতে পারে। বড় ব্যবধানে পিছিয়ে লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং ও নিশীথ প্রামাণিক , অমৃতা রায়, কার্তিক পাল । আমরা একমাত্র আগাম বলেছিলাম এঁরা হারতে পারেন। রথী মহারথী বিজ্ঞ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের গণনা কে নস্যাৎ করল সদ্য জন্ম নেওয়া দিগদর্শন নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল। যাঁরা এখনও দেখেননি আমাদের অনুমান, দেখার অনুরোধ রইল। লগ ইন করুন