দিগদর্শন ওয়েব ডেস্ক: পূর্ব কলকাতার বেলেঘাটা সরকার বাজারের ভগবান পার্থসারথী মন্দির কমিটির পরিচালনায পালিত হল তিনদিনব্যাপী জন্মাষ্টমী উৎসব।৮০ বছর পূর্তিতে প্রথম দিনে ছিল পূজার্চনা ও কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। ছিল স্বাস্থ্য শিবির। কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় যোগ দেয় ৪০ জন প্রতিযোগী। ৯ মাস বয়সী থেকে ১০ বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক ছিলেন জয়ন্ ঘোষ, দেবাশীষ মিত্র, বিমলেন্দু শেখর মুখার্জি, ক্ষিতি দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ কুমার চৌবে।
মন্দির কমিটির সম্পাদক অরূপ চক্রবর্তী বলেন, প্রতিযোগিতার নিয়মে কয়েকজন বিজয়ী হলেও আসলে সব শিশুই বিজয়ী। প্রত্যেককেই পুরষ্কৃত করা হ্য়।শিশুদের হাসি ও অভিভাবকদের সহযোগিতায় উৎসব সফল। শেষদিনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় যজ্ঞ।