********
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভবানীপুর ইউনাইটেড ফোরামের কার্তিক পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক এবং জননেতা মদন মিত্র মহাশয়, এবং চলচ্চিত্র অভিনেত্রী শুভাঙ্কি ধর এর আগে আমরা শুভাঙ্কি কে বেশ কিছু ধারাবাহীকে বলিষ্ঠ চরিত্রে অভিনয় করতে দেখেছি , যেমন জয় জগন্নাথ ,ফেরারি মন ইত্যাদি, এবং সম্প্রীতি তার একটি ছবি slayer মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে এই ছবিতে শুভাঙ্কি কে দেখা যাবে নায়িকার ভূমিকায় এবং নায়কের ভূমিকায় থাকছেন আরিয়ান ভৌমিক , এছাড়াও অভিনেত্রীর বেশ কিছু ছবির শুটিং চলছে যেমন এন্টনি বনি সেনগুপ্তর সঙ্গে | এবং তার সঙ্গে উপস্থিত বিশেষ অতিথি এবং পূজো উদ্যোক্তা ঝন্টু দে, ইন্টারনেট সেনসেশন নন্দিনী ইত্যাদি।