নতুন বছরে সাফারি পার্কে গোলাপ সন্মেলনে মুখ্য আকর্ষণ বাংলার গোলাপ

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : হিন্দু সংস্কৃতিতে গোলাপ স্থান না পেলেও গ্রীক মিথলজিতে সৌন্দর্য ও প্রেমের দেবী অ্যাফরোদাইতের প্রতীক মনে করা হতো। গ্রীক পুরাণবিদ পসানিয়াস লিখেছেন, প্রেমিকের খোঁজে খালি পায়ে বেরিয়ে অ্যাফরোদাইতের পায়ে কাঁটা ফুটে রক্তাক্ত হয় পা। সেই থেকে গোলাপের রং লাল। ভারতে প্রথম দামেস্ক গোলাপ নিয়ে আসেন মুঘল সম্রাট বাবর। গ্রীক পুরাণের সূত্র ধরে ভালোবাসার প্রতীক লাল গোলাপ। ভ্যালেন্টাইন ডে’র অন্যতম প্রতীক লাল গোলাপ। বাংলা সিনেমায় উত্তমকুমার গেয়ে গেছেন মানুষ খুন হলে পরে মানুষই তা বিচার করে, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ।

গোলাপ যে শুধু সৌন্দর্য বা গন্ধের জন্য সমাদৃত তা নয়। গোলাপ গাছের ফল রোজ হিপে আছে পর্যাপ্ত ভিটামিন সি। চোখের রোগের গোলাপ ফুলের নির্যাস জল এক জনপ্রিয় টোটকা। বাংলার শিল্প সংস্কৃতি , বিয়ে, উৎসবে গোলাপ প্রধান অতিথি। বিপ্লবের আঙিনায় গোলাপ সাম্যবাদের প্রতীক। তাই বোধহয় কবি সুকান্ত ছাড়পত্র কাব্যে বোধন কবিতায় লেখেন গোলাপের মত ফুটে থাকো।

এহেন গোলাপ সম্মেলনের আয়োজন হতে চলেছে কলকাতার রবীন্দ্র সরোবর প্রাঙ্গনে লায়ন্স সাফারি পার্কে। ৩ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী ৪২ তম ইন্ডিয়ান রোজ কনভেনশন ও অল ইন্ডিয়া রোজ শোয়ের আয়োজক বেঙ্গল রোজ সোসাইটি। সহযোগী লায়ন্স সাফারি পার্ক। এবারকার প্রদর্শনীতে থাকছে প্রায় আড়াই হাজার প্রজাতির গোলাপ। টব সহ গাছ আনার অসুবিধে থাকায় অনেকে নিয়ে আসেন শুধু ফুল। যাকে বলে কাট রোজ। বিভাগীয় মন্ত্রী অরূপ রায় সম্মেলনের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, সমবায় দফতরের মন্ত্রী প্রদীপকুমার মজুমদার।

এবারের মুখ্য আকর্ষণ বাংলার গোলাপ। বেঙ্গল ব্রিড। মুলত যা বাংলার ফুল উৎপাদকেরা এই বিভিন্ন প্রজাতি নির্মাণ করেছেন। বেঙ্গল রোজ সোসাইটির যুগ্ম সম্পাদক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বাংলার গোলাপপ্রেমীরা যেসব প্রজাতি নির্মাণ করেছেন বিদেশে ব্যাপক চাহিদা। কিন্তু ইউরোপ বা আমেরিকার গোলাপ উৎপাদকরা নতুন নতুন গোলাপ প্রজাতি নির্মাণ করে পেটেন্ট থেকে কোটি কোটি টাকা আয় করেন। কিন্তু ভারতে নেই কোনো আইনি স্বীকৃতি। অন্যতম সম্পাদক মেঘবরণ গুঁই বলেন, এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০ প্রতিনিধি আসছেন ৩ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী সম্মেলনে। বাংলার অরিত্র, বীরেন ভদ্র, লতা দিদি, পিয়ালি বসাক, বহুরূপী, রাধানাথ গোলাপের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এসবই প্রদর্শিত হবে এই ফুলের মেলায়। বাংলার গোলাপ প্রসঙ্গে একটি বিশেষ সংখ্যা বিতরণ হবে। তিনশো’র বেশি সদস্যের এই গোলাপপ্রেমী সংগঠনে আছেন রামকৃষ্ণ মিশনের রণময় মহারাজ, নার্সারিম্যান অজিত দেওয়ান, সুভাষ গুহ নিয়োগী, বিজ্ঞানী শিবপ্রসাদ বন্দোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *