বেশ্যার বারমাস্যা
পর্ব: ১৭৬ পুরুষ বেশ্যবৃত্তিতে যুক্ত থাকলে রাষ্ট্র মৃত্যুদণ্ড দিত। সুজিৎ চট্টোপাধ্যায় : গ্রীসে বালক প্রেম সমাজে স্বীকৃত থাকলেও রাষ্ট্রশক্তি বিষয়টি আইনত স্বীকৃতি দেয়নি। ফলে বালক প্রেমের যুক্ত থাকলে নির্বাচিত গণতন্ত্রের প্রতিনিধি যেমন হতে পারা সম্ভব ছিল না, তেমনই রাষ্ট্রের আইনজীবী হতে পারা যেত না। কখনো কোনো সরকারি পদলাভের যোগ্য হিসেবে বিবেচিত হওয়াও যেত না। তা…
