লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড আয়োজিত শিশুদের ক্যানসার সংক্রান্ত সচেতনতার প্রচারে দি প্রীতম লায়নাথন২.০
***** দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে শিশুরা বিপুল পরিমাণে আক্রান্ত হচ্ছে ক্যান্সারে।ভারতও সেই তালিকায়। আগামী ৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার ৫ কিলোমিটারব্যাপী এক পদযাত্রার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড। দি প্রীতম লায়নাথন ২.০। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে লায়ন সভাপতি অজিত বয়েড জানান,সমষ্টিগত উদ্যোগেই একমাত্র শিশুদের ক্যানসার থেকে রক্ষা করা সম্ভব। চেয়ারপার্সন…
