গভীর রাতে পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসত দেবদাসীদের নূপুরের শব্দ?
সুজিৎ চট্টোপাধ্যায়: একটা সময় ছিল পুরীর জগন্নাথ মন্দিরে গভীর রাতে শোনা যেত নূপুরের ছন্দময় শব্দ? কারা নাচতেন? কেন নাচতেন। তথ্য বলছে, গভীর রাতে জগন্নাথদেব শয়নের আগে দেবদাসীদের নৃত্য উপভোগ করতেন। দেবদাসীদের পায়ের ছন্দময় নূপুরের ঝুম ঝুম আওয়াজ শোনা যেত। দেবদাসী ছিলেন কারা? সত্যিই কি মন্দিরে দেবদাসী নাচতেন? তথ্য বলছে, হ্যাঁ। এখন প্রকাশ্যে সেই দেবদাসী প্রথা…
