TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিপন্ন উত্তরবঙ্গ’। ১৪ জুলাই রবিবার রাত ১০ টায়।
দিগদর্শন ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ শব্দেই লুকিয়ে ছুটির আমেজ। স্মৃতি হাতড়ে মেলে বহু ছবি। দার্জিলিং মেলে চেপে কয়েকদিনের ছুটি কাটানো। দার্জিলিঙে ভোর রাতে কাঞ্চনজঙ্ঘা দেখা সেতো স্বর্গীয় অনুভূতি। সেবক রোড ধরে পর্যটক যান সিকিমে। আঁকাবাঁকা রাস্তা , ঝিরঝিরে বৃষ্টি, চেনা অচেনা পাখির ডাক, কুয়াশায় ঢাকা পথ নীরব পাহাড়ের বুক চিরে বইতে থাকা তির তিরে নদীর স্রোত।…
