
আগামীদিনে মহা ধমনী সুরক্ষায় দুদিনব্যাপী দ্বিতীয় কনক্লেভ যৌথভাবে আয়োজন করল মুকুন্দপুর নারায়ণা হেল্থ ও আর এন টেগোর হাসপাতাল
শ্রীজিৎ চট্টরাজ: ২৫ মে থেকে ২৬ মে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে পূর্ব ভারতে দ্বিতীয় আওর্টিক কনক্লেভ । এই যুগান্তকারী কনক্লেভে যোগদান করেন দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আওর্টিক শল্য চিকিৎসার উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে পারস্পরিক মত বিনিময় করেন। অনুষ্ঠানেদুশোর বেশি গবেষক ও শিল্পোদ্যোক্তারাও অংশ নেন। আয়োজকদের তরফে জানানো হয়, এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ একটি কর্মশালায়…