রোটারি কলকাতা মহানগরের তিন একাঙ্ক নাট্য সন্ধা
https://deegdarshan.com/wp-content/uploads/2024/04/My-Video.mp4 দিগদর্শন ওয়েব ডেস্ক : রামকৃষ্ণদেব বলেছিলেন, নাটকে লোক শিক্ষে হয়। শ্রী চৈতন্যদেবও নিজে বহু নাটক যাত্রায় অংশ নিতেন।বাংলা সংস্কৃতিতে নাটকের এক প্রাচীন ঐতিহ্য আছে। সমাজসেবী সংস্থার তালিকায় অন্যতম রোটারি ক্লাব। বিশ্বব্যাপী এই সংগঠনের অন্যতম রোটারি কলকাতা মহানগর বৃহস্পতিবার সন্ধায় জ্ঞানমঞ্চে আয়োজন করে তিনটি একাঙ্ক হিন্দি হারাম নাটক হারামখোর, যজ্ঞসেনী ও তথাস্তু। দক্ষ বিনীত ভাটিয়া…