গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ যীশুর কি মৃত্যু হয়েছিল? ঋতু উৎসব পাল্টে শোক উৎসব?
সুজিৎ চট্টোপাধ্যায় : ২৯ এপ্রিল। লোকসভা নির্বাচনের আবহে এবার অনেকটাই ম্লান খৃষ্টান ধর্মে বিশ্বাসী মানুষদের ইস্টার উৎসব। যা চারদিনব্যাপী পালিত হয়। গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে, ইস্টার সানডে ও ইস্টার মান ডে নামে। এই প্রতিবেদনে দুটি তথ্য খুঁজে দেখবো, সত্যিই কি এই দিনে যীশু ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন? আদপেই কি এই পরব যীশুর মৃত্যুর ঘটনা নিয়ে…