
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি দি ইনস্টিটিউট অফ কনটেম্প্ররারি ইন্ডিয়ান আর্ট আস্তাগুরুর সহযোগিতায় শিল্পী টম ভাট্টাকুঝি’র রৌদ্রছায়া ভাবনার এক চিত্র প্রদর্শনী দি শ্যাডোস অফ অ্যাবসেন্স আয়োজন করে। কলকাতায় শিল্পীরএটি প্রথম প্রদর্শনী। কেরলের ভূমিপুত্র শিল্পী শান্তিনিকেতনের ছাত্র ছিলেন। কলকাতার বিড়লা একাডেমিতে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে প্রায় ২৫ টি ছবি প্রদর্শিত হয়। শিল্পীর ছবিগুলির বৈশিষ্ট রৌদ্রছায়ার লুকোচুরির এক ত্রিমাত্রিক অনুভব।
রোদের তীব্রতা ও ছায়ার গভীরতা নিয়ে রেনেসাঁ যুগের চিত্রকরদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি উল্লেখনীয়। বারোক যুগের চিত্রকরদের মধ্যে রেমব্রান্ড এই রৌদ্রছায়ার ছবি নির্মাণ করেএক নতুন ধারা এনেছিলেন। ভারতীয় চিত্রকলায় পাল সাম্রাজ্যে যেমন মিলেছে এর প্রভাব তেমনই রবীন্দ্রনাথের চিত্রকল্পেও মিলেছে প্রমাণ। রবীন্দ্রনাথের বহু ছবি ও কবিতায় রৌদ্রছায়া বর্ণিত হয়েছে। বিশ্বভারতীর ছাত্র হিসেবে শিল্পী সম্ভবত তাই প্রভাবিত হয়েছেন।