******
দিগদর্শন ওয়েব ডেস্ক:১৯৮৩ সালে চেন্নাইতে এ্যাপেলো হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুরু। ইতিমধ্যে দেশের ২০০ মিলিয়ন মানুষের পরিষেবায় গর্বিত হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সেকথা জানাতে চেন্নাই থেকে এলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট শ্রীধর রামান্, গ্রুপ সি ই ও ডা: ইলুঙ্কুমারন কালিয়ামূর্তি, সিনিয়র জেনারেল ম্যানেজার নাগার্জুন রেড্ডি, কলকাতা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু চ্যাটার্জি।
চেন্নাইয়ের হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই মুহূর্তে কলকাতা ও চেন্নাই পরিষেবার মধ্যে তফাৎ মাত্র ৫ শতাংশ। আগে বাংলা তথা পূর্বাঞ্চলের রোগী চেন্নাই যেতেন ধরা যাক ১০০ জন। এখন যান ১৫ জন। বিশেষ বিশেষ প্রযুক্তি বা স্পেশালিস্ট ডাক্তারের জন্য চেন্নাই যাওয়ার প্রয়োজন পড়ে। নাহলে বাংলার মেধা বাংলার চিকিৎসা উচ্চমানের। রোবটিক চিকিৎসার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবিদার এ্যাপেলো হাসপাতাল। এখন পর্যন্ত সর্বশেষ প্রজন্মদের প্রযুক্তির সহ প্রায় ২২ হাজার রোবটিক সার্জারিতে সফল হয়েছে এ্যাপেলো হাসপাতাল। ক্যান্সার বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও হাসপাতালের সাফল্যের হার গৌরবজনক।
উল্লেখযোগ্য অঙ্গ প্রতিস্থাপনে লিভার প্রতিস্থাপনে এই হাসপাতাল প্রায় ৫ হাজার রোগীর চিকিৎসা করে রেকর্ড সাফল্য পেয়েছে। কলকাতার হাসপাতালে প্রায় ১৫ হাজার জটিল রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রেও এ্যাপেলো হাসপাতাল পরিষেবার মান প্রথম সারিতে।এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত আধিকারিকরা।
