অল ইন্ডিয়া ওপেন আর্মস ফাইটিং অ্যান্ড ক্লাসিক বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৪

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : স্বাস্থ্যই সম্পদ আর দেহ এক মন্দির।এই প্রবাদ বাক্যকে স্মরণে রেখে বছর ভরে স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠান করে চলেছে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির সংগঠন। সংগঠনের প্রাণপুরুষ অশোক রাজ। অভিনেতা, প্রযোজক ও রাজ্যের পাঞ্জা লড়া খেলার ও শরীর চর্চার জনপ্রিয়তা তৈরির কারিগর।

সম্প্রতি লেকটাউনের একটি মঞ্চে অল ইন্ডিয়া ওপেন আর্মস ফাইটিং বডিবিল্ডিং চ্যাম্পিয়ন শিপ ২০২৪ আর্ট আয়োজন হয় । সবচেয়ে কম বয়সী প্রতিযোগীর বয়স ছিল চার। লেকটাউন মুক্তমঞ্চে অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হয় শের ই হিন্দুস্থান ও হিন্দুস্থান শ্রী। সহযোগিতায় ছিল আর্ম ফাইটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এদিনের বিশেষ আকর্ষণ ছিল রিস্ট ফাইটিং। উদ্যোক্তাদের দাবি, এই খেলা ভারতে এখনও হয়নি। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল আর্মস ফাইটিং, বডি বিল্ডিং, মেন্স ফিজিক ও ডেনিম ফিজিক। নারী পুরুষ মিলিয়ে প্রতিযোগীদের সংখ্যা ছিল প্রায় b১০০ জন। মোট ৮ টি গ্রুপে ১২,১৪,১৬ বছর বয়সী প্রতিযোগীদের সঙ্গে পূর্ণ বয়সী প্রতিযোগীরাও ছিলেন।

অনুষ্ঠানে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয় গোপাল দেবনাথ, বিমল চন্দ পার্থ চন্দ, নন্দন দেবনাথ ও দেবনারায়ণ গাঙ্গুলিকে। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে শের ই হিন্দুস্থান খেতাব জিতে নেন দেবকুমার কুন্ডু ও শুভজিত শিকদার। হিন্দুস্থান শ্রী খেতাব জিতে নেন তনভির সরকার, চন্দন হাজরা, সীতারাম হেমব্রম , দীপঙ্কর সরদার এবং সুপ্রিয় ঘোষ। সংগঠনের প্রাণপুরুষ অশোক রাজ বলেন ২০২৫ এর জানুয়ারি মাসে একটি সর্বভারতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *