
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: শিশু নারী ও প্রান্তিক সম্প্রদায়ের ক্ষমতায়নে ৫০ বছরের পর সফল পদক্ষেপ ও অ্যাডোলেসেন্ট রিসোর্স সেন্টারের ২৫ বছর পূর্তি উৎসব পালিত হলো একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনি সি ই ও ডা: ইন্দ্রানী ভট্টাচার্য, ডব্লিউ বিসিপিসি চেয়ারপারসন তুলিকা দাস, ডব্লিউ বিসিপিসিআর উপদেষ্টা ও অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি, ডিরেক্টর অফ হেল্থ সার্ভিসেস ডিটি: স্বপন সরেন, এ ডি এইচ এস,পশ্চিমবঙ্গ সরকার ডা: কুন্সলে কান্তি দে, ইউনিসেফের পশ্চিমবঙ্গ চিফ অফ ফিল্ড অফিস ড: মনজুর হোসেন প্রমুখ। প্রত্যেকেই সংস্থার২৫ বছর পূর্তিতে প্রশংসা করেন।
সাংবাদিকদের সিনির সি ই ও ডা: ইন্দ্রানীর ভট্টাচার্য জানান, গত ৫ বছরের কাজের আমাদের কর্মযজ্ঞের পর্যালোচনা যেমন করেছি, তেমন আগামী ২৫ বছরের রূপরেখা নিয়ে আলোচনা চলছে। তবে কিশোর -কিশোরীদের পরিবারের অভিভাবকদের দায়িত্ব সম্পর্কেও তিনি সজাগ থাকার আহ্বান জানান।

মঙ্গলবারের অনুষ্ঠানে বেশকয়েকটি নথি নিয়ে পর্যবেক্ষণ করা হয়। ইউথস্কেপস:২৫ স্টোরিজ অফ চেঞ্জ এ আর সি কেস স্টাডি বুকলেট , এম্পাওয়ারিং গার্লস : এ ডেকেড অফ অ্যাচিভমেন্ট (২০১১-২০২১), এস এর জি কেপি কনভার্জেন্স প্রোগ্রাম ইম্পেক্ট রিপোর্ট, ও এ আর সি ভিশনারি ডকুমেন্ট।অনুষ্ঠানে ১৩ জন কিশোর কিশোরীদের কৃতি সম্মান জানানো হয় যা ভবিষ্যতের প্রজন্মকে উৎসাহিত করবে এমনটাই মনে করেন নেতৃত্ব।
কিশোর- কিশোরীদের সক্ষমতা ও অধিকার রক্ষার ২৫ বছর পালন করল অ্যাডোলেসেন্ট রিসোর্স সেন্টার
দিগদর্শন ওয়েব ডেস্ক: শিশু নারী ও প্রান্তিক সম্প্রদায়ের ক্ষমতায়নে ৫০ বছরের পর সফল পদক্ষেপ ও অ্যাডোলেসেন্ট রিসোর্স সেন্টারের ২৫ বছর পূর্তি উৎসব পালিত হলো একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনি সি ই ও ডা: ইন্দ্রানী ভট্টাচার্য, ডব্লিউ বিসিপিসি চেয়ারপারসন তুলিকা দাস, ডব্লিউ বিসিপিসিআর উপদেষ্টা ও অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি, ডিরেক্টর অফ হেল্থ সার্ভিসেস ডিটি: স্বপন সরেন, এ ডি এইচ এস,পশ্চিমবঙ্গ সরকার ডা: কুন্সলে কান্তি দে, ইউনিসেফের পশ্চিমবঙ্গ চিফ অফ ফিল্ড অফিস ড: মনজুর হোসেন প্রমুখ। প্রত্যেকেই সংস্থার২৫ বছর পূর্তিতে প্রশংসা করেন।
সাংবাদিকদের সিনির সি ই ও ডা: ইন্দ্রানীর ভট্টাচার্য জানান, গত ৫ বছরের কাজের আমাদের কর্মযজ্ঞের পর্যালোচনা যেমন করেছি, তেমন আগামী ২৫ বছরের রূপরেখা নিয়ে আলোচনা চলছে। তবে কিশোর -কিশোরীদের পরিবারের অভিভাবকদের দায়িত্ব সম্পর্কেও তিনি সজাগ থাকার আহ্বান জানান।
মঙ্গলবারের অনুষ্ঠানে বেশকয়েকটি নথি নিয়ে পর্যবেক্ষণ করা হয়। ইউথস্কেপস:২৫ স্টোরিজ অফ চেঞ্জ এ আর সি কেস স্টাডি বুকলেট , এম্পাওয়ারিং গার্লস : এ ডেকেড অফ অ্যাচিভমেন্ট (২০১১-২০২১), এস এর জি কেপি কনভার্জেন্স প্রোগ্রাম ইম্পেক্ট রিপোর্ট, ও এ আর সি ভিশনারি ডকুমেন্ট।অনুষ্ঠানে ১৩ জন কিশোর কিশোরীদের কৃতি সম্মান জানানো হয় যা ভবিষ্যতের প্রজন্মকে উৎসাহিত করবে এমনটাই মনে করেন নেতৃত্ব।
