
দিগদর্শন ওয়েব ডেস্ক : আমেরিকার গ্রেটার ম্যানচেস্টার বেঙ্গলি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন প্রতি বছর সাংস্কৃতিক সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজে যেসব ব্যক্তিত্ব অবদান রাখেন তাঁদের স্বীকৃতির দিয়ে সম্মানিত করেন। পুরস্কারটি প্রদান করা হয় দুর্গাপুজোর অনুষ্ঠানে। এবার এই স্বীকৃতি আদায়ের করলেন আদিত্য গ্রুপের অনির্বাণ আদিত্য এবং অঙ্কিত আদিত্য।
অনির্বাণ আদিত্যের কাছে এই ম্যানচেস্টার শারদ সম্মান স্বীকৃতি একটি আবেগঘন বিষয়।কেননা তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষীর ম্যানচেস্টার শহর। এই সম্মান প্রাপ্তিতে অনির্বাণ আদিত্য বলেন,আগামী চলার্ট পথের এই সম্মান ও স্বীকৃতি অনুপ্রাণিত করবে ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন রচনায়। সমাজকল্যাণমূলক কর্মযজ্ঞে আরও বেশি দায়বদ্ধ হতে প্রেরণা যোগাল।