
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি দমদম ইন্টার্যাক্ট ক্লাব ও রোটারি ক্লাবঅফ ক্যালকাটা স্যামারিট্যান্স – এর সহযোগিতায় থ্যালাসেমিয়া ও সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্যানেল আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রছাত্রীদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রথমে স্কুলের প্রিন্সিপাল স্বাগত ভাষণে বলেন, নতুন প্রজন্মের প্রয়োজনে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতার অনুষ্ঠান খুবই দরকার। তাই এই স্কুলের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন মেন্টর লাইফ বিয়ন্ড ক্যান্সার ডা: প্রান্তর চক্রবর্তী, থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদক উৎপল পাণ্ডা । আলোচনায় সঞ্চালক ছিলেন রোটারি জেলা ৩২৯১ মিডিয়া স্ট্যাটেজিস্ট ও পি আর শুভজিৎ রায়।

আলোচনার সঙ্গে ছিল ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন রোটারিয়ান বৈজয়ন্তি বোস এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা স্যামারিটান্স অনিতা বাগারিয়া। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখেন শম্পা চৌধুরী চেয়ারপারসন জেলা থ্যালাসেমিয়া কমিটি। তিনি অনুষ্ঠান আয়োজনের ভূয়সী প্রশংসা করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে সজাগ থাকার কথা জানান।
