*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতে প্রতি মিনিটে ২ জন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। সমীক্ষা বলছে,২০২০ সালে দেশে ক্যান্সার রোগীর সংখ্যার ছিল ১৪ কোটি।২০২৫ সালে যা ১৬ কোটি হতে চলেছে। পুরুষদেরকে তুলনায় নারী খানসার্ট রোগীর সংখ্যা বাড়ছে। এক বেসরকারি সমীক্ষায় ভারতকে বিশ্বের ক্যান্সার রাজধানী বলা হয়েছে। ভারতে প্রতি বছরটি ১০ লক্ষ রোগী নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সংখ্যাতত্ত্ব সঠিক করতে দরকার পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার হার কম।

সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যান্সার সচেতনতার শিবির হচ্ছে।কিন্তু সেই প্রচেষ্টা সীমাবদ্ধ। আগামী নতুন প্রজন্মকে ক্যান্সারের অন্যতম কারণ জীবনশৈলী। সেই সচেতনতা ছড়িয়ে দিতে কলকাতার দমদম অঞ্চলের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান আদিত্যর একাডেমি আই এল এস হাসপাতালের সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় ক্যান্সার দিবস উপলক্ষে তিন কিলোমিটারব্যাপী এক পথ পরিক্রমায় আয়োজন করে আদিত্য একাডেমি কর্তৃপক্ষ।
ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীদের যৌথ উদ্যোগে প্ল্যাকার্র , ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য পথ পরিক্রমা হয়। এক পথসভায় বক্তব্য রাখেন আই এল এস হাসপাতালের চিকিৎসকরা ।

পথসভায় মঞ্চস্থ হয় একটি ক্যান্সার সচেতনতামূলক পথ নাটিকা। স্কুলের প্রাক্তন ছাত্র চিকিৎসক আদিত্য শ্রীমানি ও ডাক্তারি ছাত্রী শ্রেয়া বক্তব্য রাখেন। আদিত্য একাডেমি গ্রুপ অফ স্কুলস- এর ডিরেক্টর , শিক্ষাবিদ সবিতা সাহা বলেন , স্কুলের ছাত্রছাত্রীদের মানবিক সচেতন ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতেই এই অনুষ্ঠান।
