নারী মনের চাহিদার পুজোর নতুন কালেকশন উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতাভরী

দিগদর্শন ওয়েব ডেস্ক: দেশের প্রথম সারির ফ্যাশন ব্র্যান্ড ভিভা মেয়েদের ফ্যাশন সচেতনতাকে মনে রেখে এবার উৎসবে এনেছেহাজারও পণ্যের সম্ভার। সল্টলেক সিটি সেন্টার ওয়ানে কেনাকাটায় মা পরিচালক শতরূপা সান্যালকে নিয়ে শুক্রবার বিকেলে এলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একদিকে ঐতিহ্যের প্রতিশ্রুতি, অন্যদিকে হালফ্যাশনের পোশাক, প্রসাধনী ও অঙ্গসজ্জার টুকিটাকি।

সংস্থার় ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ বৃন্দা বলেন , বাংলার সেরা উৎসবে নারী মনের চাহিদার টিপস্ দিয়ে সাহায্য করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । আমাদের প্রতিটি পণ্যের মানগত উৎকর্ষতা সন্দেহাতীত। এব্যাপারে কোনো সমঝোতা আমরা করি না। আমাদের অন্যতম বৈশিষ্ট্য সঠিক মাপ। সঠিক দাম। অবশ্যই মানগত বৈশিষ্ট্যের সঙ্গে দেহের গঠন অনুযায়ী পোশাক নির্মাণ করি।

অভিনেত্রী ঋতাভরী জানান , এই সংস্থার সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। ভারতীয় নারীর ফ্যাশন চাহিদার ইচ্ছাপূরণ করতে ভিভার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *