*
দিগদর্শন ওয়েব ডেস্ক: সৌগত শঙ্খ বণিকের মন্ত্রগান দিয়ে যাদবপুর ত্রিগুনাা সেন মঞ্চে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান সবারে করি আহ্বান। আয়োজক অভীক মল্লিক সঙ্গীত একাডেমি।সাইট বছরে সুচিত্রা মিত্র ও কণিকা বন্দোপাধ্যায়ের শতবর্ষ। এই দুই কিংবদন্তী শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে রাখী পূর্ণিমার মূহূর্তে সুরের গুরু দাও গো সুরের দীক্ষা ও প্রভু আজি তোমার রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অভীক মল্লিক সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরা।
মঞ্চে পালিত হয় রাখী বন্ধন উৎসব। প্রতিষ্ঠানের কর্ণধার অভীক মল্লিক বলেন,১২ বছর ধরে যতটুকু শিখেছি তাই বিতরণ করছি আমার ছাত্রছাত্রীদের কাছে। আমি সৌভাগ্যবান সুচিত্রা মিত্র, রমা মণ্ডল, পূর্বা দাম, প্রমিতা মল্লিক, স্বপ্না ঘোষাল, অর্ঘ্য সেন ও অভিজিৎ বসুর মত শিক্ষাগুরু পেয়েছি। শুধু দেশেই নয়, বিদেশেও গান শেখানো, ওয়ার্কশপ করানো ও সঠিক স্বরলিপিতে গান গাইবার শিক্ষাই দিয়ে থাকি।
এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে অভীক মল্লিক মিউজিক একাডেমি, কসমিক হারমনি শিল্পী দল, নব রবি কিরণ সঙ্গীত শিক্ষায়তন ও রমা রম্যবীণা শিল্পী দল প্রতিষ্ঠানের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন শমীক পাল ও সিসপিয়া ব্যানার্জি। অভীক মল্লিক সঙ্গীত একাডেমি ২০২৪ সম্মান প্রদান করা হয় লোকসংগীত শিল্পী অভিজিত বসু, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন , লেখক লীনা গঙ্গোপাধ্যায়, নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র ও কসমিক হারমনি সংস্থার সুমন চট্টোপাধ্যায়কে। সঞ্চালনায় ছিলেন অমৃতা দাস ভৌমিক।