দিগদর্শন ওয়েব ডেস্ক : ১৪ দিন ধরে তীব্র জ্বর, প্রবল শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছিল ১২ বছর বয়সী কিশোর। রোগীর বাড়ির লোক রোগীকে নিয়ে আসেন নারায়ণা আর এন টেগোর হাসপাতালে ।হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের দল রোগীর অবস্থা বিবেচনা করে দ্রুত পেডিয়াট্রিক সার্জারি ও এনহ্যান্সড রিকভারি আফটার সার্জারি প্রটোকলে কিশোরের জীবন বাঁচান। প্রথমেই ছ লিটার অক্সিজেন সহায়তায় দিয়ে এক্স -রে , হার্ট স্ক্যান ও আল্ট্রা সাউন্ড করা হয় নির্ণয় হয় কিশোরের ডানদিকের বুকে ও হৃদপিণ্ডের চারপাশে যথেষ্ট তরল জমা হয়েছে। বিজ্ঞানের পরিভাষায় যা এম্পাইমা থোরসিস ও পায়োপেরিকার্ডিয়াম।
অপারেশন থিয়েটারে ভি এ টি এস অর্থাৎ ভিডিও থোরাকোস্কোপিক সার্জারি করা হয়। শল্য চিকিৎসা পরিচালনা করেন হাসপাতালের কার্ডিও থোরাসিক এবং ভাস্কুলার সার্জনসিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডাঃ অমিতাভ চক্রবর্তী। দু ঘণ্টার এই জটিল অপারেশনে সফল হন। অপারেশনের পরের দিনই হাসপাতালের বেড ছেড়ে রোগী হাঁটে। ছদিন পর বাড়ি ফিরে যায় কিশোর। অত্যাধুনিক চিকিৎসার সাফল্যের মুকুটে নারায়ণা আর এন ঠাকুর হাসপাতালের এক নতুন পালক যুক্ত হল।