লোগো ম্যাসকট ও ট্রফি উদ্বোধনের মধ্য দিয়ে এইচে সি কার্নিভাল ২০২৫ এর প্রস্তুতির শুরু

দিগদর্শন ওয়েব ডেস্ক: দক্ষিণ কলকাতার প্রাচীন ঐতিহ্যশালী ক্লাব হিন্দুস্থান ক্লাব। সম্প্রতি লোগোর , ম্যাসকট ও ট্রফির উদ্বোধনের মধ্য দিয়ে এইচ সি কার্নিভালের পুরোদমে প্রস্তুতির শুরু হয়ে গেলে। খেলা,প্রদর্শনের ও উদযাপন এই থিমকে নিয়ে এইচ সি কার্নিভাল ২০২৫ শুরু হতে চলেছে আগামী ২৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। প্রতি বছরের মতোই এবারের থাকছে ক্লাবে সদস্যদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি মিলনমেলা। চলতি বছরে ক্লাবের ৮০ তম বর্ষ উদযাপন পরিকাঠামোগত রূপান্তর ও আধুনিকীকরণের কাজ চলছে।

কার্নিভালে শুধু এই ক্লাবের সদস্যরা নন, বেঙ্গল রোয়িং ক্লাব, রয়েল কলকাতা গলফে ক্লাব, ক্যালকাটা সুইমিং ক্লাব, রয়েল কলকাতা টার্ফ ক্লাব, ক্যালকাটা পাঞ্জাব ক্লাব,শ্যাটার্ডের ক্লাব ,ডালহৌসি ইনস্টিটিউট সহিত বিভিন্ন ঐতিহ্যশালী ক্লাব সদস্যরাও যোগ দেবেন।পুরুষ্ট ওর মহিলার বিভাগে থাকছে ক্রিকেট,সুইমিং, পিকলবল,স্কোয়াশ,দার্টস্ট,দাবা, ক্যারাম , টেবল র্টেনিস, স্নুকার, নাইন বল পুল সহ নানা ইভেন্ট থাকছে।

অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তুলতে প্রায়োজক হচ্ছে ভিক্টোরিয়া জুট কোম্পানি, গোদাবরী কমোডিটিজ লিমিটেড, হিন্দকন কেমিক্যালস লিমিটেড , আশিকা স্টক ব্রোকিং ও শ্যাম স্টিল লিমিটেড। হিন্দুস্থান ক্লাবের তরুণ সভাপতি ঋষভ সি কোঠারী বলেন, এই কার্নিভাল শুধু ঐতিহ্যের আসর নয়, আবেগ ও সামাজিক বন্ধনের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *