
****
দিগদর্শন ওয়েব ডেস্ক
: শুক্রবার সাইন্স সিটি অডিটরিয়ামে সাউথ পয়েন্ট স্কুল তাদের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে স্বীকৃতির দিল পুরস্কারটি দিয়ে। পরিপূর্ণ অডিটরিয়ামে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকার, পরিচালক মণ্ডলী ,ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। অনুষ্ঠানের শুরুতে স্কুলের একদল ছাত্রছাত্রীর পরিবেশন করে স্তোত্রপাঠও বিদ্যালয়ের গান।
স্বাগত ভাষণ দেন স্কুলের প্রিন্সিপাল জয়দেব ঘোষ। চলতি আর্থিক বছরে স্কুলের শিক্ষা সংক্রান্ত নানা সাফল্যের কথা তুলে ধরেন। মঞ্চে ছিলেন সাউথ পয়েন্টের এডুকেশন সোসাইটির ট্রাস্টি ও গভর্ণিং কাউন্সিলর প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি কল্পেশ এস ঝাভেরি, ট্রাস্টি ও ভাইস প্রেসিডেন্ট এস কে দাগা,ডিরেক্টর (অ্যাকাডেমিক্স) রূপা সান্যাল ভট্টাচার্য, স্কুল প্রিন্সিপাল দলবীর কৌর চাড্ডা ও হাই স্কুলের প্রিন্সিপাল জয়দেব ঘোষ।
প্রাক্তন বিচারপতি কল্পেশ এস ঝাভেরি তাঁর বক্তব্যে মাধবপ্রসাদ বিড়লার স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে আন্তরিক উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি বলেন, সাউথ পয়েন্ট পরিবার একটি আধুনিক নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হতে চলেছে। সেখানে প্রাইমারি ও হাইস্কুল থাকবে একই ছাদের নিচে।

পুরস্কারের সুচিমাত হয় পূজা উৎকর্ষ সম্মান দিয়ে। চার বিভাগে সেরা পুরষ্কার দেওয়া হয়। বিচারকদের মধ্যে ছিলেন সাউথ পয়েন্ট হাইস্কুল ও এম পি বিড়লা ফাউন্ডেশন স্কুলের ছাত্রছাত্রীরা। কুইজ, বিতর্ক গান রচনা, দাবা ও নাটকের সেরা পরিবেশনের কলাকোষ পুরস্কারও দেওয়া হয় পড়াশুনোর সাফল্যের সঙ্গে। বিশেষভাবে উল্লেখ্য ক্লাস টেনের এক ছাত্রী একটি জটিল জন্মগত হৃদরোগ নিয়ে সফল ভাবে পড়াশুনো করার জন্য পেলেন ব্রেভ হার্টস এওয়ার্ড।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান স্কুলের ভাইস প্রিন্সিপাল দিতিপ্রিয়া মুখার্জি।