*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: ২৫ জুন কলকাতার প্রিন্সটন হোটেলে হিন্দি দৈনিক বিশ্বামিত্র ও প্রিন্সটন হোটেলের উদ্যোগে আয়োজিত হলো এক সিম্পোজিয়াম নারী স্বাস্থ্য সম্পর্কে। ওমেন্স হেল্থ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতা পেইন এন্ড স্পাইন সেন্টারের ডিরেক্টর কৃষ্ণা পোদ্দার, অর্থোপেডিক সার্জন ব্রিগেডিয়ার ড: বরুণ দত্ত, ব্রেস্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা: নেহা চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ ডা: অনিরুদ্ধ ঘোষ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অঞ্জুলা বিনয়কিয়া ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার দেবজ্যোতি তপাদার। অনুষ্ঠানটির সহযোগী ছিল জে আই এম এস হাসপাতাল।
আমন্ত্রিত চিকিৎসকেরা ভারতে নারী স্বাস্থ্য সম্পর্কে অবহেলার ফলে দেশের বিকাশ কিভাবে ক্ষতিগ্রস্থ হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তাঁরা মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে উদাসীন থাকার প্রবণতা সম্পর্কে সাবধান করেন।